রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ১৭ মার্চ সোমবার বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স রুম, ঢাকায় আংশিক কো-অফট কাউন্সিল, দুর্নীতি মুক্ত সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা সমিতি, ঢাকা’র সভাপতি মোঃ ইকবাল হোসেন তাপস। প্রধান আলোচক ছিলেন দৈনিক ডেসটিনির ভারপ্রাপ্ত সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ (জিওপি)’ র ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াহিদুর রহমান মিল্কী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সামসুন্নাহার মাসুদ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক শারাবান তহুরা, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, হৃদয় মটরস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হৃদয় চৌধুরী, বিশিষ্ট আইনজীবী সরদার মোঃ শাহ আলম, মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ রোবেল ভূইয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোঃ আব্দুর রউফ, কবি শ্যামলী মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও আরজেএফ’র অর্থ সচিব মোঃ ফারুকুল ইসলাম। শুভেচ্ছা ববক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ও আরজেএফ’র সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সাহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরজেএফ’র ভাইস চেয়ারম্যান মাহবুব আরা দুলু, মহিলা সম্পাদিকা, উর্মী রহমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ হোসেন মিয়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম নুরু, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম এবং কো-অফট কাউন্সিলে বিভিন্ন পদে নির্বাচিত সদস্যবৃন্দ ও নির্বাচন কমিশনার মোহসীন আহমেদ স্বপন প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী। দোয়া পরিচালনা করেন নবনির্বাচিত সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ ফারুকুল ইসলাম।
শেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে কর্মের স্বীকৃতি স্বরূপ কিছু সংখ্যক গুনীজনকে স্বাধীনতা স্মৃতি সম্মাননা স্বারক প্রদান করা হয়।
বার্তা প্রেরক
শেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে কর্মের স্বীকৃতি স্বরূপ কিছু সংখ্যক গুনীজনকে স্বাধীনতা স্মৃতি সম্মাননা স্বারক প্রদান করা হয়।
বার্তা প্রেরক