ডেস্ক : এলোভেরা (Aloe Vera) গাছ আমাদের দৈনন্দিন অনেক কাজেই ব্যবহৃত হয়। এলোভেরা গাছ থেকে তৈরি এলোভেরা জেল ত্বকের সমস্যা দূর করতে খুবই উপকারী। কিন্তু অনেকেই জানেন না বাস্তু মতে এলোভেরা গাছ আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে। আজ আমরা আপনাকে বলব এলোভেরা গাছ ব্যবহার করে বাস্তুমতে কিভাবে আপনি অর্থনৈতিক সমস্যা থেকে সমাধান লাভ করতে পারবেন।
বাস্তু বিশেষজ্ঞরা বলে থাকেন এলোভেরা গাছকে যদি বাড়ির পূর্বদিকে বসানো যায় তাহলে আপনার বাড়ির বাস্তুর উন্নতি হয়। আমাদের দৈনন্দিন অনেক কিছুই নির্ভর করে আমাদের বাস্তুর উপর। পূর্ব দিকে এলোভেরা গাছ স্থাপন করলে সংসারে যেমন সুখ সমৃদ্ধি আসে তেমনি উন্নতি হয় আপনার আর্থিক ভাগ্যের। তবে শুধু পূর্ব দিকে গাছ লাগালেই হলো না, আপনাদের জানতে হবে আরো কিছু নিয়ম।
বাস্তু মতে পূর্ব দিক হলো সূর্যের দিক। এইদিকে গাছ স্থাপন করলে যেমন আর্থিক বৃদ্ধি ভালো হয় তেমনি সাংসারিক অশান্তি দূর হয়। বিশেষজ্ঞরা বলে থাকেন, বাড়ির পূর্ব দিকে এলোভেরা গাছ লাগালে বাড়ির অধিবাসীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়ার ফলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়।
এর সাথে আরও একটি নিয়ম আছে। আপনি যদি পূর্ব দিকে এলোভেরা গাছ বসান, তাহলে উত্তর-পূর্ব দিকে কোন ধরনের গাছ বসাবেন না। বাস্তু বিশেষজ্ঞদের মতে, পূর্ব দিকে এলোভেরা গাছ বসানোর সাথে সাথে যদি উত্তর-পূর্ব দিকে কোন বড় গাছ বসানো হয় সেক্ষেত্রে এলোভেরা গাছের ফলাফল লাভ করা যায় না। তাই যারা এই গাছ লাগাবেন বলে মনস্থির করছেন, তারা জেনে রাখুন পূর্ব দিকে শুধুমাত্র এলোভেরা গাছ স্থাপন করবেন। এই গাছটির নিয়মিত যত্ন আপনাকে নিতে হবে। সময়ের সাথে সাথে এলোভেরা গাছের প্রভাবে দূর হবে আপনার যাবতীয় সমস্যা।