এবার আলোকস্বল্পতার কারণে বন্ধ হলো খেলা। আকাশ মেঘলা থাকলেও নেই বৃষ্টির আনাগোনা। মাঠে জ্বলছে ফ্লাডলাইট। তবে খেলা চালানোর মতো যথেষ্ট প্রাকৃতিক আলো না থাকায় খেলোয়াড়রা ফিরে গেছেন ড্রেসিং রুমে।
খেলা বন্ধ হওয়ার আগে ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান।
স্বাগতিকদের লিড এখন ৩০ রানের। জাকির হাসান ১৬ রানে অপরাজিত। রানের খাতা খোলার অপেক্ষায় মুমিনুল হক।
টিম সাউদির অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি ড্রাইভের মতো করলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ঠিকঠাক ব্যাটে-বলে করতে পারলেন না। মিড-অফে সহজ ক্যাচ নিলেন কেন উইলিয়ামসন।
২ চারে ১৫ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। চার নম্বরে নেমেছেন মুমিনুল হক।
৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান। তাদের লিড এখন ৩০ রানের।
দুই প্রান্ত থেকেই স্পিনার ব্যবহার করছে নিউ জিল্যান্ড। দ্বিতীয় ওভারে মিচেল স্যান্টনারকে সুইপ করে ইনিংসের প্রথম বাউন্ডারি মেরেছেন জাকির হাসান। ওই ওভারেই সফরকারীদের ৮ রানের লিড টপকে গেছে বাংলাদেশ।
২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯ রান। জাকির ৬, নাজমুল হোসেন শান্ত ১ রানে খেলছেন।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই স্পিনার আক্রমণে আনল নিউ জিল্যান্ড। সাফল্য পেল হাতেনাতে। এজাজ প্যাটেলের তৃতীয় বলে ড্রেসিং রুমে ফিরলেন মাহমুদুল হাসান জয়।
অফ স্টাম্পের বাইরে পিচ করে নিখুঁত টার্নে বেরিয়ে যাওয়া ডেলিভারি দূর থেকে খেলেন জয়। ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় প্রথম স্লিপে। দুইবারের চেষ্টায় দারুণ ক্যাচ নেন ড্যারিল মিচেল।
মিরপুর টেস্ট দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন জয়। ধুঁকতে ধুঁকতে ৪০ বলে ১৪ রান করার পর এবার করেছেন কেবল ২। তিন নম্বরে নেমেছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩ রান।
তাইজুল ইসলামের বলে ছক্কা মারতে গিয়ে লং অনে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিলেন টিম সাউদি। ১৮০ রানে গুটিয়ে গেল নিউ জিল্যান্ড, পেল ৮ রানের লিড।
তৃতীয় দিন ২৪.৩ ওভারে ১২৫ রান করেছে সফরকারীরা। শেষ ৩ উইকেটে তারা যোগ করেছে ৮৩ রান। এর পেছনে বড় অবদান গ্লেন ফিলিপসের। আগ্রাসী ব্যাটিংয়ে ৯ চার ও ৪ ছক্কায় ৭২ বলে ৮৭ রান করেছেন তিনি।
নিউ জিল্যান্ড অল আউট হওয়ার পরপর আগেভাগেই চা বিরতি নিয়েছেন আম্পায়াররা। এমনিতে দুপুর ২টা ১০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল চা বিরতি।
দ্বিতীয় দিন পুরোটা, তৃতীয় দিনের প্রথম সেশন ভেসে যাওয়ায় শুক্রবার খেলা হবে ৪৫ মিনিট বেশি। আলো থাকা সাপেক্ষে এদিন খেলা চলবে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৭২
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১৮০
বাংলাদেশ ২য় ইনিংস: ৮ ওভারে ৩৮/২