ইউডাতে সফট কমার্স লিমিটেডের জব ফেয়ার সমাপনী

 

ইউডাতে আয়োজিত জব মেলায় “সফট কমার্স লিমিটেডের” চাকরি মেলার সমাপনী সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউডার সোশ্যাল সাইন্স অনুষদের ডিন প্রফেসর ড. আহমদ উল্লাহ মিয়া। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার্স প্রোগ্রামের ডিরেক্টর প্রফেসর ড. সৈয়দ আব্দুল্লাহ সেলিম।

বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, প্রক্টর ও অ্যাসোসিয়েট প্রফেসর তপন কুমার বিশ্বাস, ইউডার ম্যানেজমেন্ট ও এইচ.আর.এম  বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড. এ.এইচ.মুন্তাকিম, এমবিএ কোঅর্ডিনেটর মোস্তফা কামাল, ল & হিউমান রাইটস বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হায়দার ফারুক, অ্যাসিস্ট্যান্ট এক্সাম কন্ট্রোলার আব্দুর রাকিব এবং মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাহমুদুল কবির সন্ধি

সফট কমার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ সোহেল, জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ আরিফ, সেলস ও মার্কেটিং কোঅর্ডিনেটর ফারদিন ইসলাম স্বাধীন সহ কোম্পানির অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানের পরিচালনা ও সার্বিক তত্থাবধানে ছিলেন ইউডার মাস্টার্স প্রোগ্রামের সহকারী পরিচালক এ মুন্তাকিম এবং সফট কমার্সের  জিএম গোলাম মোঃ আরিফ

 

Exit mobile version