শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:২১ অপরাহ্ন
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রাজধানী আদ্দিস আবাবা থেকে ৩৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত আমহারা অঞ্চলের মোট্টা শহরের চারটি মসজিদে আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত। এছাড়া মুসলিমদের সম্পত্তিতেও হামলা চালায় তারা।
স্থানীয় পুলিশ প্রধান জেমাল মেকোনেন দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেন, কয়েকদিন আগে একটি চার্চে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পর মসজিদে হামলার ঘটনা ঘটেছে।
শান্তিতে নোবেল জয়ী দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ এই হামলাকে ইথিওপিয়ার ধর্মীয় সহিষ্ণুতা ও সহাবস্থানের সমৃদ্ধ ইতিহাস ধ্বংস করে দেয়ার জন্য উগ্রপন্থীদের প্রচেষ্টা বলে অভিহিত করেছেন।
সম্প্রতি দেশটির কিছু কিছু অঞ্চলে জাতিগত সহিংসতা দেখা যায়; যা ধর্মীয় রূপ নেয়।
মঙ্গলবার মার্কিন বার্তাসংস্থা এপিকে দেয়া এক স্বাক্ষাৎকারে ইথিওপিয়ার প্রখ্যাত মুসলিম পণ্ডিত কামিল শিমসু বলেন, এখানে রাজনৈতিক কিছু ক্রীড়ানক আছেন, যারা একটি ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে আরেকটির সংঘাত চান।
এছাড়া তিনি মানবাধিকার কর্মীদের নেতিবাচক ভূমিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়ারও সমালোচনা করেন ।
আমহারা অঞ্চলের সরকারি কর্মকর্তারা বলেছেন, মসজিদ পুড়িয়ে দেয়ার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এরইমধ্যে ১৫ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।