ইসকন নিষিদ্ধের  দাবিতে গৌরীপুরে বিক্ষোভ মিছিল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ও ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ময়মনসিংহের গৌরীপুরে তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুফতি মাওলানা মো. নাজিম উদ্দিন, মুফতি মাওলানা আবু জিনাত, মাওলানা শরিফুল ইসলাম, মুফতি মাওলানা জুনায়েদ আহমেদ, হাফেজ মাওলানা ইমরান হোসেন, মাওলানা জুবায়ের আহমেদ, মুফতি মাওলানা খায়রুল ইসলাম, মো. আলিম উদ্দিন, আব্দুল্লাহ নূর প্রমুখ।
সুপক রঞ্জন উকিল
Exit mobile version