লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলের নবীন বরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। রবিবার দিনব্যাপী স্কুল মাঠ প্রাঙ্গণে জমকালো আয়োজনে নবীন বরণ উদযাপিত হয়। নিউ মাইলস্টোন স্কুলের পরিচালক মোঃ রিপন মোস্তাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ আবির আহম্মেদ বিপুল মাষ্টার। তিনি নব উদ্যমে গড়ে উঠা প্রতিষ্ঠানটির মাধ্যমে আগামী শিশু কিশোরদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।
নিউ মাইলস্টোন স্কুলের সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনি ও মোঃ রিয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর মোঃ বেলাল হোসেন, মোঃ শাহ ফরিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, সাবেক কাউন্সিলর জুলহাস মন্ডল, ইমতিয়াজ আহমেদ নকিব প্রমূখ।
লিয়াকত হোসাইন লায়ন