ইসলাম শাহ উরফে পাগলা বাবার ৭ দিনব্যাপী উরস মোবারক উদ্বোধন

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।জামালপুর ইসলামপুরের নাম করন অনুুসারে ইসলাম শাহ উরফে পাগলা বাবার ৭ দিনব্যাপী উরস মোবারক রবিবার রাতে উদ্বোধন করা হয়েছে।
জানাগেছে,মা বারই রানী মাজারের উরস শেষে প্রতি বছরের ন্যায় ২২ ডিসেম্বর এবার আশেকান জাকেরান ভক্তবৃন্দদের নিয়ে ৭দিন ব্যাপী উরস মোবারকের উদ্বোধন করা হয়।
পাগলা বাবা দরবার শরিফ কমিটির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে জেলা বিএনপির সহ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উরস শরিফ কমিটির সাধারণ সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু, ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমরদ পাপন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও আশেকানরা এসেছেন মাজার প্রাঙ্গনে।
Exit mobile version