Trophy Unveiling for Pak Bangladesh t20 series#PAKvBAN #Pakistan @BCBtigers @TheRealPCB @TheRealPCBMedia @babarazam258 @Mahmudullah30
রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৭:৪৪ অপরাহ্ন
তিন দফায় দেশটিতে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। শুক্রবার লাহোরে প্রথম টি-টোয়েন্টি দিয়ে প্রথম পর্বের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। আজ বেশ আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি।
ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও বাবর আজম। এরপর ট্রফিটি হাতে নিয়ে হাসিমুখে ফটোসেশনে অংশ নেন তারা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে।
Trophy Unveiling for Pak Bangladesh t20 series#PAKvBAN #Pakistan @BCBtigers @TheRealPCB @TheRealPCBMedia @babarazam258 @Mahmudullah30
ডেইলি বাংলাদেশ