রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্য নিয়োগের দাবিতে “উত্তরবঙ্গ ব্লকেড” কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি বের হয়ে
শহরের মডার্ণ মোড়ে এসে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে।
এতে তারা ভিসি চাওয়ার দাবিতে নানা ধরনের স্লোগান দেন।তাছাড়াও ব্যানার ও ফেস্টুনের মাধ্যমেও তাদের দাবির কথা তুলে ধরেন।
শিক্ষার্থীদের মধ্যে সিয়াম বলেন,
” আমাদের বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শহীদ আবু সাঈদ যেখান থেকে আন্দোলনের স্ফুলিঙ্গ। সেখানে আগের মতোই বৈষম্যের শিকার হচ্ছি। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হলেও আমাদের বিশ্ববিদ্যালয় এখনো উপাচার্য নিয়োগ হয় নাই। তাই বাধ্য হয়ে “উত্তরবঙ্গ ব্লকেড” কর্মসূচির ডাক দিয়েছি। “
জাকের হোসেন পাশা বলেন,
ক্যাম্পাসের সুষ্ঠু শিক্ষার পরিবেশ রক্ষার জন্য অন্তবর্তী সরকারের কাছে আহ্বান থাকবে, আমাদেরকে একজন অভিভাবক অর্থাৎ ভিসি দ্রুত সময়ের মধ্যে দিয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখবেন।ক্লাস ও পরীক্ষার কার্যক্রম শুরু করে দিবেন। অন্যথায় আমাদের আন্দোলন চলমান থাকবে।
রহমত আলী বলেন,
“আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সবার আগে ভিসি দেওয়া উচিত ছিল কিন্তু তা করা হয়নি। তাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এখানে সমবেত হয়ে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেছে। এরপরও যদি ভিসি নিয়োগ না দেওয়া হয় তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলন কর্মসূচির করব। “
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন,আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির সাথে একমত পোষণ করি।
আমরা চাই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। যেসব বিশ্ববিদ্যালয় এখনো ভিসি নিয়োগ করা হয়নি সেসব বিশ্ববিদ্যালয় যেন অতিসত্ত্বর ভিসি যেন নিয়োগ করা হয়।এই আশা ব্যক্ত করি।
উল্লেখ যে, গত ১৪ই সেপ্টেম্বর ৪৮ ঘন্টার এবং ৬ই সেপ্টেম্বর ৫ কর্মদিবসের মধ্যে ভিসি নিয়োগ চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে আলটিমেটাম দিয়েছিল সাধারণ শিক্ষার্থীরা। আলটিমেটাম শেষ হলেও বেরোবিতে উপাচার্য নিয়োগ না দেওয়ায় শিক্ষার্থীরা “উত্তরবঙ্গ ব্লকেড” কর্মসূচি ডাক দিয়েছে।
Post Views: ৬৮
Like this:
Like Loading...
Related