একটি নিখোঁজ সংবাদ

বড় ভাইয়ের নাম মো:মনিরুল ইসলাম

## চজ্ঞল চজ্ঞল নামের একটি ছেলে হারিয়ে গিয়েছে চজ্ঞল সাভার ব‍্যাংক টাউন নামাগেন্ডার বাসিন্দা তার বড় ভাইয়ের নাম মো:মনিরুল ইসলাম। চজ্ঞল  পতিবন্ধি অবস্থায় জীবন জাপন করতো। তার মা তাকে বেঁচে থাকতে  বুক দিয়ে আগলিয়ে রেখেছিল চজ্ঞলের মা হটাৎ মারা যাওয়ায় চজ্ঞলের বড় দুই ভাই মনিরুল ইসলাম ও মো:-আলম এর আশ্রয়ে ছিলো চজ্ঞলের গ্রমের বাড়ি কুষ্টিয়া জেলায় তার ঢাকা ও কুষ্টিয়া আনেক জমি জোমা আছে। ভারশর্ম প্রতিবন্ধী হওয়ায় মেঝ ভাই আলমের সাথে কুষ্টিয়া যাওয়ার পথে সিরাজ গজ্ঞ থেকে নিখোঁজ হয়। যদি কোন সরিদয় বান ভদ্র মহাদয় চজ্ঞলের খোঁজ জানে এই নাম্বার অথবা ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানান যাচ্ছে। সাভার নামাগেন্ডা পাগলার মোড় সুবহানের দোকান বা মনিরুল ইসলামের ইলেকট্রিকের দোকানে ধন‍্যবাদ মোবাইল :- ০১৯১০৯৩০৫৯১,০১৭১৬৯৫১৫০২  প্রচারে বড় ভাই মনিরুল ইসলামের পক্ষে পতিবেশি জুয়েল খান জুয়েল।
Exit mobile version