বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে অবৈধভাবে অবস্থানরতদের আগামী সাত দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৭ আগস্ট) শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট শাহিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলে বিগত সময়ে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী ৮ আগস্ট থেকে ১৪ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সময়ে হল কর্তৃপক্ষের নির্ধারিত ফরম পূরণ ও বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড জমাদান সাপেক্ষে কক্ষে রক্ষিত নিজস্ব জিনিসপত্র গ্রহণ পূর্বক হল ত্যাগের নির্দেশ প্রদান করা হলো। উক্ত সময়ের মধ্যে কক্ষে রক্ষিত জিনিসপত্র গ্রহণ না করলে হল কর্তৃপক্ষ কোনো দায় বহন করবে না।
এর আগে দুপুর ২টায় শর্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহি হল ও বিকেল ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল খুলে দেওয়া হয়।
শর্তগুলো হলো— কেবলমাত্র হলের বৈধ ছাত্ররাই হলে থাকতে পারবেন। হলের অবৈধ শিক্ষার্থীরা (যাদের নির্দিষ্ট সিট দেওয়া হয়নি) আগামী রোববার এর মধ্যে তাদের বেডিং পত্র নিয়ে হল ত্যাগ করবেন। স্বল্প সময়ের মধ্যে অ্যালোটমেন্ট দিয়ে শূন্য আসনে শিক্ষার্থীদের হলে ওঠার ব্যবস্থা করা হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বৈধ শিক্ষার্থীরাও কোনো গেস্ট বা বন্ধু নিয়ে হলে প্রবেশ করতে পারবে না। হলে প্রবেশ ও বাইরে হওয়ার সময় প্রত্যেককেই নাম এন্ট্রি করতে হবে। হলে কোনো ধরনের ছাত্র রাজনীতি চর্চা করা যাবে না।