বিবৃতি প্রদান
বিষয় : এজহার নামীয় আসামীর অনুষ্ঠানে মাননীয় প্রধান বিচারপতি প্রধান অতিথি প্রসঙ্গে।
বাংলাদেশ প্রধান বিচারপতি মহোদয়ের সদয় অবগতি করার লক্ষ্যে জানানো যাচ্ছে যে, বহুদিন ধরে একটি কুচক্রীমহল, স্বার্থনেষী কিছু এনজিও, কিছু তথাকথিত বুদ্ধিজীবী ও সনাতনী নামধারী কতিপয় ব্যক্তি সনাতনী সমাজের মধ্যে বিভাজন সৃষ্টির লক্ষ্যে চক্রান্ত করে যাচ্ছে। ইতোমধ্যে আমরা দেখতে পেয়েছি, এই কুচক্রীমহল সংঘবদ্ধভাবে সনাতনী সমাজকে বিভাজনের লক্ষ্যে ‘বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ’ নামে একটি সংগঠন গড়ে তুলেছে। সম্প্রতি দেখা যাচ্ছে যে, উক্ত সংগঠনটি সুপ্রীম কোর্টের আইনজীবী সমিতি মিলনায়তনে আগামী ২৯/০৯/২০২৩ইং তারিখে প্রথম দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। উক্ত সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠানপত্রে দেখা যাচ্ছে যে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মহোদয়। মাননীয় প্রধান বিচারপতি সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক পুলক ঘটক-এর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল ঢাকাতে একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে, এছাড়া ওয়ারী থানা-৪২ (৫) ২৩ নামে ধর্মীয় অনুভূতির আঘাতে ধারা ২৯৫ (ক) দন্ডবিধি একটি মামলা চলমান রয়েছে। একজন ফৌজদারী অপরাধের অপরাধী ও এজহার নামীয় আসামীর অনুষ্ঠানে মাননীয় প্রধান বিচারপতি প্রধান অতিথির আসন অলংকৃত করলে বিচারঙ্গনের ভাবমূর্তি নষ্ট হবে বলে আমি মনে করি। তাই একজন আইনজীবী ও সচেতন নাগরিক হিসেবে বিষয়টি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে মাননীয় প্রধান বিচারপতির সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
উল্লেখ্য যে, দেশের প্রায় ৯০% সনাতনী সম্প্রদায় ও বিভিন্ন সংগঠন ইতোমধ্যে হিন্দু উত্তরাধিকার আইন সংস্কারের বিরুদ্ধে রাজপথে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা, ঘৃণ্যা ও প্রতিবাদ জানিয়েছেন।
সুকৌশলে পুলক ঘটকগং একজন ফৌজদারী অপরাধে অপরাধী হওয়া সত্বেও বিচারঙ্গনকে কুলষিত করার লক্ষ্যে বিদ্যা সাগরের পথ ধরে শীর্ষক আলোচনার মাধ্যমে সনাতনী সম্প্রদায়ের বিভাজনের লক্ষ্যে হিন্দু উত্তরাধিকার আইন সংস্কার করার পাঁয়তারা করতে সুকৌশলে বিচার বিভাগকে ব্যবহারের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা অত্যান্ত দুঃখজনক। এই পুলক ঘটকগংদের প্রতিহত করতে সকল সচেতন নাগরিকদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এডভোকেট সুমন কুমার রায়
সভাপতি
বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদ
কেন্দ্রীয় কমিটি