গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়
(২৭ জানুয়ারী) বৃহস্পতিবার দুপুরে ব্যাচ ভিত্তিক সংগঠন ফ্রেন্ডস হাউজ’৯৬ এর কার্যালয় পরিদর্শন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
এসময় তিনি সংগঠনটির সদস্যদের সাথে মতবিনিময় সভা ও চা চক্রে মিলিত হন। মতবিনিময়কালে তিনি প্রাচীন এই সংগঠনটির সামাজিক ও বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড চালিয়ে যাওয়ায় ভুয়সী প্রশংসা করেন। মতবিনিময় শেষে তিনি সংগঠনের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এসময় সংগঠনের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্যকে সংগঠনের লোগো সম্বলিত ক্যাপ, টি শার্ট, প্যাড, কলম সহ বিভিন্ন উপহার দেয়া হয়।
মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি আবু কাউছার চৌধুরী রন্টি, সহ সভাপতি ফিরোজ আলম কিরন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রকিব সোহাগ, কোষাধ্যক্ষ তৌহিদুল আমিন তুহিন, সহ কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক শংকর ঘোষ পিলু, ক্রীড়া সম্পাদক শুভঙ্কর ষোষ মিঠু, সম্মানিত সদস্য সুপক রঞ্জন উকিল ও আশেকে ই মোস্তফা খোকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন মাননীয় সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারী মির্জা তাহমিদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ফ্রেন্ডস হাউজ’৯৬ সংগঠনটি ১৯৯৮ সনে প্রতিষ্ঠিত হয়ে সামাজিক বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড চালিয়ে আসছে।