ঢাকা, ৩১ মে, ২০২৩: নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আজ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার
বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধি এবং অস্ট্রেলীয় সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি
উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছে। ‘ইগনাইট ইওর ফিউচার: আনলিশিং দ্য
পাওয়ার অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন’ অনুষ্ঠানের মাধ্যমে এনএসইউ
শিক্ষার্থীরা পশ্চিম অস্ট্রেলিয়ায় অধ্যয়ন সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করে।
এনএসইউ'র এক্সটারনাল অ্যাফেয়ার্স অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এতে অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার উপাচার্য অধ্যাপক অমিত
চাকমা, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, তাঁরা
হলেন: ইউনিভার্সিটি অব নটরডেমের কমিউনিকেশনস এনগেজমেন্টের উপ-উপাচার্য অধ্যাপক
ডেভিড হ্যারিসন; কার্টিন ইউনিভার্সিটির সাউথ এশিয়ার ডিন ইন্টারন্যাশনাল অধ্যাপক
অভিজিৎ মুখার্জি; এডিথ কাওয়ান ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিজনেস অপারেশনসের ডিন
মার্কো রেমস; মারডক ইউনিভার্সিটির আঞ্চলিক ব্যবস্থাপক (দক্ষিণ এশিয়া) অধ্যাপক
অর্জুন সিং এবং অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব ট্রেনিং অ্যান্ড ওয়ার্কফোর্স
ডেভেলপমেন্টের সার্ভিস ডেলিভারির এক্সিকিউটিভ ডিরেক্টর ব্র্যাড জলি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনএসইউ'র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক ড.
ক্যাথরিন লি।