কক্সবাজার জেলায় টিসিবি’র পণ্য পাবে ১,১৫,৮৬৭ জন

পবিত্র রমজান উপলক্ষে কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি:
পবিত্র রমজান উপলক্ষে কক্সবাজার জেলায় ১ লক্ষ ১৫ হাজার ৮৬৭ জন নিম্ন আয়ের মানুষ পাবে টিসিবির পণ্য পাবে। তালিকাভূক্ত ডিলারের মাধ্যমে প্রতি জনকে ২ কেজি করে সয়াবিন তেল, ডাল ও ছোলা ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। কক্সবাজার জেলার ১৭ টি স্পটে এসব পণ্য বিক্রি করা হবে। তবে কার্ডধারী নির্ধারিত ব্যক্তি ব্যতীত অন্য কাউকে এসব পণ্য বিক্রি করা হবে না। রবিবার (২০ মার্চ) সকাল ১০ টায় শহিদ দৌলত মাঠে আনুষ্ঠানিক টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করা হবে।
শনিবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
পবিত্র রমজান উপলক্ষে জেলা প্রশাসনের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি প্রসঙ্গে সাংবাদিকদের সাথে মতবিনিময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহিদ ইকবাল, মোঃ আমিন আল পারভেজ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Exit mobile version