আল আমিন মন্ডল বিপ্লব
(বগুড়া) প্রতিনিধিঃ রবিবার রাতে বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা বেগম হায়াতুন নেছা সিরাজুল হক হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে পাগড়ী প্রদান ও ইসলামী জালসা অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক এমপি আলহাজ¦ মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র দিক-নিদেশনায় এবং বাগবাড়ী এস.ইউ সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওঃ আব্দুর রহিমের সভাপতিত্বে বরেণ্য অতিথি ছিলেন এ্যাডভোকেট মাসুদার রহমান স্বপন, অবসরপ্রাপ্ত মেজর রশিদ সিদ্দিকী, মুরাদ হাকিম সুমন ও বিশিষ্ঠ ব্যবসায়ী মনির খান। ইসলামী জালসার সহ-সভাপতি ছিলেন দয়ারামপুর দাখিল মাদ্রাসার সুপার মোসলেম উদ্দিন, তল্লাতলা দাখিল মাদ্রাসার সুপার তরিকুল ইসলাম। মাদ্রাসা কমিটির সদস্য ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয় এর আহবানে উক্ত ইসলামী জলসার প্রধান বক্তা ছিলেন মাওঃ এস এম ইউসুফ আলী নূরী। দ্বিতীয় বক্তা ছিলেন এমদাদুল হক বিন নবীরদ্দিন, তৃতীয় বক্তা ছিলেন হাফেজ মাওঃ মনিরুজ্জামান বিন তোজাম্মেল হক। উক্ত মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ সামিউল ইসলাম ও হাফেজ জাকারিয়া ইসলাম’কে হাফেজী সনদপত্র ও পাগড়ী প্রদান করা হয়েছে।