রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুন্না ইসলামকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ ৭ জানুয়ারিমঙ্গলবার দুপুরে রংপুরের বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিশোর গ্যাং মুক্ত উপজেলার দাবিতে থানা ঘেরাও করে। এসময় শিক্ষার্থীরা আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের আল্টিমেটাম দিলে পুলিশ অবিলম্বে আসামি গ্রেফতারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। মানববন্ধনে গোপাল ব্যানার্জী, মোনায়েম কবির, সুমন সর্দার ও ফিরোজ শাহ বলেন, সম্প্রতি বদরগঞ্জ উপজেলায় উদ্বেগজনক হারে দেখা দেয় কিশোর গ্যাংয়ের উপদ্রপ। এতে বেড়ে যায়, জমিদখল, বালুমহাল দখল, চাঁদাবাজি, দাঙ্গা হাঙ্গামাসহ নানা রকম সন্ত্রাসবাদী কর্মকান্ড। কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে সাধারণ মানুষ। কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদ করায় গত ৪ জানুয়ারি কিশোর গ্যাংয়ের সদস্যরা বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী মুন্না ইসলামকে কুড়াল দিয়ে কুপিয়ে রক্তাক্ত ও জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রমেক হাসপাতালে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল আমীন বলেন, ঘটনায় ৯ জন বখাটে যুবককে আসামি করে বদরগঞ্জ থানায় মামলা হয়েছে। পুলিশ আসামি গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সংস্কার প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ফেব্রুয়ারিতে
রাষ্ট্রের সংস্কারে কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি...