রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম ঃ ০১.০৬.২০২৩
“টেশসই দুগ্ধ শিল্প: সুস্থ মানুষ, সবুজ পৃথিবী” এই প্রতিপাদ্য বিষয়কে ঘিরে কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ^ দুগ্ধ দিবস পালিত হয়েছে।
পহেলা জুন বৃহস্পতিবার সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্ত্বরে বিশ^ দুগ্ধ দিবস ২০২৩ এর আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল-বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে সম্মাননা প্রদান।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, জেলা প্রাণিসম্পদ বিভাগের সম্প্রসারণ কর্মকর্তা আপেল মামুদ, উপপরিচালক (কৃত্রিম প্রজনন) ডাঃ অন্তিম কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আজিজুল ইসলাম, সদর প্রাণিম্পদ কর্মকর্তা ডাঃ এআর মামুন, ডেইরি এসোসিয়েনের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত কুমার রায় প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন -আরিফুর হাসান নয়ন।