jahir
- ২ সেপ্টেম্বর, ২০১৯ / ৬৫ জন দেখেছেন
মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে (রবিবার) ১ সেপ্টেম্বর থেকে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর হতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আবেদন প্রক্রিয়া গতকাল রাত ১২টা থেকে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত চলমান থাকবে। দিন রাত যে কোন সময়ে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ‘এ’, ‘বি’, ‘সি’ প্রতিটি ইউনিটের জন্য আলাদা ভাবে টেলিটক সিমের মাধ্যমে ৫৫০ টাকা ফি প্রদানের মাধ্যমে ভর্তি আবেদন করতে হবে।
উল্লেখ্য যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর সকালে, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর দুপুরে এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর সকালে অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
cou.ac.bd থেকে পাওয়া যাবে।