মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৪:৫৭ পূর্বাহ্ন
কুড়িগ্রামে বুড়াবুড়ি ইউপি’র আসন্ন উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন
রুপকথার হ্যামিলনের বাঁশিওয়ালা জনপ্রিয় নেতা আবু তালেব সরকার
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের আসন্ন উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন রুপকথার হ্যামিলনের বাঁশিওয়ালা জনপ্রিয় নেতা গরীব দুঃখী মানুষের চলার সাথী আবু তালেব সরকার। জামিনে মুক্তি পেয়েছেন আবু তালেব সরকার। তার জামিন পাওয়ায় গতকাল মঙ্গলবার সকালে বুড়াবুড়িস্থ বকসীগঞ্জ বাজারে জনতার বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। একজন মানুষ এতটা জনপ্রিয় হতে পারে যা স্বপ্নেও ভাবতে পারা যায় না। অনেক নেতা-নেত্রীকে দেখা হয়েছে কিন্তু এতটা জনপ্রিয় নেতা তা বলার অপেক্ষা রাখে না। রূপকথার গল্প হ্যামিলনের- বাঁশিওয়ালার নাম অনেকেই শুনেছেন, গ্রামবাসীদের কাছে মনে হয় আবু তালেব সরকার বুড়াবুড়ী ইউনিয়নের সেই হ্যামিলনের-বাঁশিওয়ালা। যার মধুর কন্ঠে বিনম্র আচরণে ভালো ব্যবহারে সাধারণ মানুষ এতোটাই মুগ্ধ তার জন্য জীবন বিলিয়ে দিতে পারেন। স্বল্প সময়ে দেখা আবু তালেব সরকার একজন অসাধারণ ভালো মনের মানুষ। তিনি মানুষকে ভালোবেসে তাদের পাশে থাকার কারণে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে আবু তালেব সরকার অর্থনৈতিক ও পারিবারিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন জনপ্রিয় নেতা কে দাবিয়ে রাখতে একের পর এক মিথ্যা মামলা ষড়যন্ত্র সবকিছু দিয়ে তাকে আটকানোর চেষ্টা চলছেই। সর্বশেষ প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি যখন তার স্ত্রীর চিকিৎসার জন্য উপস্থিত হলেন তখন তাকে গ্রেফতার করা হলো। তার গ্রেফতারকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা শহরে পরদিন যে জনতার ঢল নেমেছিল এবং তার জন্য আয়োজিত মানববন্ধনে উপস্থিত সাধারণ মানুষের উপস্থিতি কুড়িগ্রামবাসীকে নাড়া দিয়েছে। সাধারণত রাজনৈতিক সভা-সমাবেশ করতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়, যেখানে টাকা দিয়ে মানুষ জোগাড় করতে হয় অথচ কোন প্রকার টাকা পয়সা খরচ না করেই শুধু ভালোবাসার টানে গ্রাম থেকে নারী পুরুষ একাধারে শিশু সবাই ছুটে এসেছিল আবু তালেব সরকার এর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে। চলতি ৩০ ডিসেম্বর মাসে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের আসন্ন উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন জনপ্রিয় নেতা আবু তালেব সরকার। গত ১৩ ডিসেম্বর উলিপুর উপজেলা পরিষদে তার অনুপস্থিতিতে শুধুমাত্র মার্কা নিতে যে জনতার ঢল নেমেছিল তা সকলকে চমকে দিয়েছে। আবু তালেব সরকারের বাসা কোন আলিশান বাড়ি নয়, তেমন কিছুই নেই তার বাড়িতে, টিনসেড ঘরে সাদামাটা জীবনের অধিকারী। কোন অর্থবিত্ত সম্পদ নেই শুধুমাত্র টিনশেড ঘর যার মেঝে সম্পূর্ণ মাটির, বাড়িতে নেই কোনো দামি আসবাবপত্র, এতটা সাদামাটা জীবনের অধিকারী আবু তালেব সরকার। সত্যিই একজন মহান জনপ্রিয় নেতা, তার গ্রেফতারের পর সাংবাদিকরা তার বাড়িতে গিয়ে সেখানে সাধারণ মানুষের উপস্থিতি সকলকে অভিভূত করে এবং নারীদের কান্না মর্মাহত করে। বিশেষ করে তার মা যখন তার সন্তানের জন্য কান্নাকাটি করে তখন সাংবাদিকদের হৃদয় স্পর্শ করে। গ্রামের দরিদ্র মহিলাদের আত্মচিৎকার তালেবের জন্য আকুতি সকলকে উদ্বেলিত করেছে। বুড়াবুড়ি ইউনিয়নের আসন্ন উপ-নির্বাচনে একজন দলীয় প্রতীকের প্রার্থী মসজিদে কিছু মিষ্টি পাঠিয়ে ছিলেন, আবু তালেবকে ভালোবেসে ওই মসজিদের মুসল্লিরা মিষ্টি খায়নি, আবু তালেবকে ভালোবেসে কেউ মার্কার প্রার্থী গাড়িতে চড়েনি। আবু তালেবের প্রতি ভালোবাসা, গ্রামের সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আবু তালেব আগামী দিনে একজন নেতা হিসেবে সমাজে বিজয়ী হবে এটা গ্রাম বাংলায় তার সমর্থকদের জোড়ালো দাবি। জামিনে মুক্তি নিয়ে আবু তালেব সরকার যখন গ্রামের বাড়িতে ফিরছিল সাধারণ মানুষের বাঁধভাঙ্গা ঢল তার প্রতি সহমর্মিতা সকলের নজর কেড়েছে। তিনি আসন্ন উপনির্বাচনে অন্যান্য প্রার্থীর ন্যায় সমান সুযোগ সুবিধা নিয়ে নির্বাচনী প্রচার কাজে অংশ নেবেন এটাই বুড়াবুড়ি ইউনিয়নবাসীর প্রত্যাশা। কুড়িগ্রাম জেলা প্রশাসনের কাছে বুড়াবুড়ি ইউনিয়নবাসীর জোর দাবি করেছে একটি সুষ্ঠু ভোট প্রক্রিয়ার মাধ্যমে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন সম্পূর্ণ করে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন বাস্তবায়ন করবে। হ্যামিলনের বাঁশিওয়ালা আবু তালেব আগামীতে জনগনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে তার রাজনৈতিক কর্মময় জীবন চালিয়ে নিবে যা তার সমর্থকদের প্রত্যাশা। এবারের আসন্ন উপনির্বাচনে আবু তালেব সরকার চেয়ারম্যান পদে অটো রিক্সা প্রতীক নিয়ে লড়ছেন। জামিনে মুক্তি পাওয়ার পর গতকাল চেয়ারম্যান প্রার্থী আবু তালেব সরকার এ প্রতিবেদককে বলেন, অটো রিক্সা প্রতীক নিয়ে এবার নির্বাচন করছি। আশা করি সুষ্ঠ ভোটের মাধ্যমে স্থানীয় প্রশাসন জনগনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাবে।