বিশ্বকাপের বাকি আর মাত্র কদিন। আইসিসির মেগা টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সবার শেষে মঙ্গলবার রাতে দল ঘোষণা করেছে বাংলাদেশ। এর আগে হয়েছে বেশ নাটকীয়তা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তামিম ইকবালকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সুপার লিগে শীর্ষ তিনে বাংলাদেশ দল যেই তামিমের নেতৃত্বে স্থান করে নিয়েছিল সেই তামিমকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে টাইগাররা। যা নিয়ে তোলপাড় ক্রিকেট পাড়ায়।
এদিকে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পাওয়া এবং গত কয়েকদিনের ঘটনা নিয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) ভিডিও বার্তায় কথা বলেছেন তামিম ইকবাল।
তিনি বলেন, একজন ক্রিকেটার ইঞ্জুরি থেকে সেরে ওঠার পরও তার শরীরে ব্যথা থাকে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। ফিজিওর রিপোর্টে বিশ্বকাপ খেলতে বাধা ছিলো না।
আমি নির্বাচকদের বলেছিলাম, দেখেন আমার বডিটা এরকমই থাকবে এখন যে অবস্থা। একটু ব্যথা থাকবে। আপনারা যখন দল নির্বাচন করবেন এটা মাথায় রেখেই দল নির্বাচন কইরেন, যোগ করেন তামিম।
তামিম বলেন, আমি কোথাও বলিনি বিশ্বকাপে ৫টা ম্যাচ খেলবো বা ৫টা ম্যাচের বেশি খেলতে পারবো না। এটা মিথ্যা। আমি কখনো, কোথাও বলিনি ৫ ম্যাচের বেশি খেলব না। আমি জানি না এই কথাটা কীভাবে মিডিয়ায় এসেছে, কে ছড়িয়েছে। এটা পুরোপুরি ভুয়া কথা।
তামিম বলেন, বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ না খেলার প্রস্তাব দেওয়া হয় তাকে। খেললেও মিডল অর্ডারে নামার নির্দেশনা দেওয়া হয়। বিসিবির এমন নির্দেশনা মানতে পারেননি তিনি।
তামিম অভিযোগ করে বলেন, আমার সাথে গত তিন-চার মাস যা হয়েছে সব পরিকল্পিত।ক্রিকেট প্রেমিদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে একটাই অনুরোধ করবো ‘আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না।’
উল্লেখ্য, ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর আগামী ৫ অক্টোবর মাঠে গড়াবে। যেখানে প্রায় ৪৬ দিনব্যাপী বৈশ্বিক এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৯ নভেম্বর। বিশ্বকাপে অংশগ্রহণ করা ১০ দল ইতোমধ্যে তাদের স্কোয়ার্ড ঘোষণা করেছে। সবশেষ গতকাল বাংলাদেশ দল ঘোষণা করে।
বাংলাদেশ স্কোয়াড :
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।