বাংলাদেশের জাতীয় সংগীত বাংলাদেশের কারও হাতে লেখা হতে হবে। কোন বিদেশীর চুরি করা সুরের গান আমাদের জাতীয় সংগীত হতে পারে না৷প্রচারিত ‘জাতীয় সংগীত’ নামে রবীন্দ্রনাথের গান আমার দেশের সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব করেনা। কাজেই নতুন জাতীয় সংগীত প্রণয়ন করা হউক।তবে সেটা এখন নয় আস্তে ধিরে, এখন শুধু দেশটি সংস্করণ করা প্রয়োজন, এখন দেশে দুর্যোগ মোকাবেলা করতে হবে,জনগণের নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জরুরি, চোর, ডাকাত, কিশোর গ্যাং, চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক,দলীয় পরিচয়ে,খুনোখুনিটা আগে বন্ধ করা বেশি জরুরি।
নাগরিক হিসেবে আমারও ব্যক্তি অভিমত।জাতীয় সংগীত হোক শিরকমুক্ত। তার মানে আবার হিন্দু বা বিধর্মী ভাইয়েরা আবার ভিন্ন চিন্তা ভাবনা করবেন না। আমরা সকল ধর্মের মানুষ কে সন্মান করি, কারন আমরা সকলেই বাংলাদেশী, এখানে সংখ্যা লঘু বলতে কিছু নেই।এবং ইসলাম কখনো মারামারি কাটাকাটি বা বিভেদ সৃষ্টি করতে সমর্থন করে না। আমাদের সকলের দেশ বাংলাদেশ। কিন্তু দেশের খেয়ে পড়ে ভারতের সমর্থন করবেন না আশা করি। মক্কা যেমন আমাদের পবিত্র স্থান, তেমনই ভারত আপনাদের সন্মানিত স্থান, কিন্তু মক্কা বাসী যদি দেশদ্রোহী বিশ্বাসঘাতা বা ধর্মীয় শাসন ব্যবস্থা থেকে মুসলমানদের ধর্মীয় কাজে বাধা প্রদান করে তাহলে বিশ্বের সকল মুসলিম প্রতিবাদ করবে, এটাই সত্যি।তেমনি ভারত আমাদের পরম শএু কেননা সার্থ হাসিল ছারা কোন কাজ ভারত করেনি,তেমনি ৭১ রে নিজদের সার্থকতার জন্য বাংলাদেশ কে কাজে লাগিয়ে সহায়তা করেছে এখানে তাদের অবদান আছে” কিন্তু ৭১ এর পরবর্তী সময় গুলো একটু ইতিহাস দেখুন! মদ, গাঁজা,ফেনসিডিল, সিমান্তে নির্বিচারে মানুষ হত্যা, ফেলানীর লাশ, বিজিবির লাশ, অসময়ে বানের জলে ভাসিয়ে দেওয়া, কথায় কথায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী মারা, একদলীয় রাজনীতিতে গুরুত্ব দেওয়া, ইত্যাদি।এই সব গুলো ফ্রিতে দেয় ভারত,বাকিটা ব্যবসা। আজও দেশের আকাশ সিমানা কমিশন ভারত খাচ্ছে! দেশের বুক চিরে রেল ট্রানজিট দেওয়া, তাদের জন্য পদ্দা সেতু নির্মাণ করা! আমি এখানে কোন দলের হয়ে কথা বলছি না, বা কোন রাজনৈতিক সুরে ও বলছি না। মিলিয়ে দেখবেন দয়া করে।
আসলে এখন বাস্তব ইতিহাস বিকৃত করে ফেলেছে বর্তমান পাঠ্য বইতে আর আগের মতো, শেরে বাংলা এ কে ফজলুর হক, মাওলানা ভাসানী, হোসেন শহিদ সোহরাওয়ার্দী, আতাউল গনি ওসমানী, জাতীয় ৪ নেতা, জিয়াউর রহমান, আরো অনেক ইতিহাস নেই। এমন কি বর্তমান সময়ের ও ৭১ এর বীর শহীদ,বীর শ্রেষ্ঠ, মুক্তি যোদ্ধা সকলকেই আমরা সন্মান করি, আমরা এমন একটি সংগীত চাই,যেখানে থাকবে তাওহীদ, থাকবে যেখানে দেশপ্রেম। সকল ধর্ম বর্ন নির্বিশেষে আমরা সবাই বাংলাদশী এটাই আমাদের পরিচয়।
Post Views: ১০৯
Like this:
Like Loading...
Related