গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা প্রশাসনের তত্বাবধানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে বৃহস্পতিবার (০৭জুলাই/২০২২) ১৮ জন ক্যানসার, কিডনী ও লিভার সিরোসিস, আক্রান্ত প্রত্যেককে ৫০হাজার টাকা করে নগদ আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। স্থানীয় পাবলিক হলে অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি চেক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সহকারী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ইমরান হোসেনের সঞ্চালনায় এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত উপজেলার ১৮ জনের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।