মাসুদুর রহমান : সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক শামীম আহমেদ তুষারের কাছে চাঁদা চেয়ে না পেয়ে তার জমি দখলের চেষ্টার অভিযোগে লোকমান নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানার পুলিশ। ২৯ নভেম্বর (শুক্রবার) রাতে জামালপুর পৌর শহরের বগাবাইদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
লিখিত অভিযোগে বলা হয়েছে, জামালপুর পৌর শহরের বিভিন্ন এলাকার আবুল কালাম, লোকমান, আক্রাম, সেলিম সহ একটা চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে শামীম আহমেদ তুষারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না পেয়ে গত ২৫ নভেম্বর দিনে দুপুরে ওই চাঁদাবাজ চক্রের আট নয়জন সদস্য শহরের বগাবাইদ এলাকায় তুষারের জমি দখলের চেষ্টা করে। জমির বাউন্ডারি দেয়াল ভেঙে ফেলে। তুষার জামালপুরে না থাকায় তার মা খালেদা বেগম, তুষারের স্ত্রী আসমাউল হুসনা সহ স্বজনরা বাঁধা দিলে তাদেরকে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্তরা। ওইদিন রাতে তুষারের মা খালেদা বেগম বাদি হয়ে কালাম, লোকমান, আক্রাম ও সেলিমের নাম উল্লেখ করে আরও চার পাঁচজন কে অজ্ঞাত আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
জানা গেছে, তুষার ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জেলা এবং বিভাগীয় টিমের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতো। এরপর থেকে তিনি ক্রীড়া সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ওই মামলার দুই নম্বর আসামি লোকমানকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে।
জানতে চাইলে শামীম আহমেদ তুষার বলেন, চাঁদাবাজ চক্রটি দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছে। আমি জামালপুর না থাকার সুযোগে তারা আমার জমি দখলের চেষ্টা করে।
ওই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
ফয়সাল আতিক শনিবার সকালে চাঁদাবাজ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,চাঁদা দাবি এবং জমি দখলের চেষ্টার অভিযোগে লোকমান কে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।