ক্লাসে পর্দাসংক্রান্ত হাদিস বলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নূর মোহাম্মদ মল্লিককে বহিষ্কারের প্রতিবাদ ও অবিলম্বে শিক্ষককে পুনর্বহালের দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, “দেশে ইসলামবিরোধী অপতৎপরতা ভয়াবহ রূপ ধারণ করেছে। যার সর্বশেষ নজির স্থাপন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। প্রায় এক বছর আগে প্রসঙ্গক্রমে ক্লাসে পর্দার একটি হাদিস উল্লেখ করেছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নূর মোহাম্মদ মল্লিক। শুধুমাত্র ক্লাসে একটি হাদিস বলায় তাঁকে প্রায় এক বছর পর উদ্দেশ্যমূলকভাবে বহিষ্কার করা হয়েছে। এ ধৃষ্টতাপূর্ণ আচরণে জাতি চরমভাবে ক্ষুব্ধ।
এতদিন ক্লাসরুমে শিক্ষার্থীদের সাথে ইসলামবিদ্বেষী আচরণ করা হয়েছে। এখন শিক্ষকদের ওপরও একই আচরণ শুরু হয়েছে। এগুলো সুস্পষ্ট পরিকল্পিত ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড।”
নেতৃবৃন্দ বলেন, “৯০ ভাগ মুসলমানের দেশে শিক্ষার্থীদের ক্লাসে ইসলামের মৌলিক বিষয় নিয়ে একটি হাদিস বলা অপরাধ হয় কোন আইনে, জনগণ তা জানতে চায়! এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং ইসলামবিরোধী সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ। দেশবাসী এ ষড়যন্ত্র কিছুতেই মেনে নেবে না। একটি হাদিস সহ্য করার মতো সক্ষমতা না থাকলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এদেশে কার্যক্রম বন্ধ করা উচিত। ইতোমধ্যে শিক্ষকের পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবি ও শান্তিপূর্ণ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করছি। অবিলম্বে সম্মানিত শিক্ষককে পুনর্বহাল করতে হবে।
অন্যথায় আন্দোলন শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ছাত্রজনতা এক হয়ে ইসলামবিদ্বেষীদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলবে। আর তখন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বহন করতে হবে।”