শিয়াল মামার টকশো শুরু,
বনে সবাই করছে ভিড়,
বাঘ মামা বসেছে চেয়ারে,
বনরাজার হাসি ঘির।
কাক মামা গান ধরে মঞ্চে,
বেজে ওঠে ড্রামের তাল,
হাতি মামা গাইলো সুরে,
বনময়ী হোক পোষাকের রংজাল।
গণ বিবাহের আয়োজন বড়,
বন-গাঁয়ে লাগে ধারা,
সব পশুপাখি এলেই তবে,
মজলিস জমে আলোর তাড়া।
হরিণ মামা দিলেন বাণী,
“আমরা সবাই পরম আপন,
এখন তো সময় এসে গেছে,
একসাথে করি সমাপন।”
ভালুক মামা বলে উঠলেন,
“প্রেমিক প্রেমিকার মিলন,
গণ বিবাহের দিনটি হোক,
সবাই মিলে হোক সমাপন।”
হাঁস-মুরগি গায় যে গান,
সাজে সবাই রাঙা-পোষাকে,
শিয়াল মামার মুখে প্রশ্ন,
“গণ বিবাহ কি ঠিক মজাতে?”
গরু-মহিষ ওঠে তর্কে,
“আমরা কি তবে ভুল করি?
বনবাসীর এক হওয়া চাই,
গণ বিবাহে মিলুক ধরি!”
শেষে শিয়াল মামা দিলেন ফয়সালা,
“গণ বিবাহে হোক মিলন,
হাসি-খুশিতে ভরে উঠুক বনে,
আনন্দে কাটুক বনবাসীর জীবন।”
নামঃ বিচিত্র কুমার
গ্রামঃ খিহালী পশ্চিম পাড়া
পোস্টঃ আলতাফনগর
থানাঃ দুপচাঁচিয়া
জেলাঃ বগুড়া
দেশঃ বাংলাদেশ
https://www.facebook.com/