গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির প্রধান উপকরণ দা, বটি, ছুরি ্চাপাতি ইত্যাদি তৈরী ও শান দেয়ার কাজে ব্যস্ত সময় পার করছে কামার শিল্পীরা। দিন রাত টুংটাং শব্দে মুখরিত থাকছে কামারবাড়ী। গৌরীপুর পৌর এলাকার হারুন পার্ক সংলগ্ন ব্যবসায়ী মাখন বাড়ই জানান ৬/৭ জন লোক দিন রাত কাজ করেও কুলিয়ে উঠতে পারছেন না। তিনি আরও বলেন বিগত ২ বছর করোনা মহামারির কারনে ব্যবসা ভালো না হলেও এবার প্রচুর কাজের চাপ। এছাড়াও চন্দন, রাজকুমার ও নিতাই বলেন নতুন করে বানানো দা, বটি, কুড়াল, ছুড়ি, চাপাতির পাশাপাশি অনেকেই পুরাতন গুলো মেরামত ও শান দিয়ে দেবার জন্য রেখে যাচ্ছেন। সময়মত কাজ শেষ করে গ্রাহকদের কাছে হস্তান্তর করার জন্যই গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছি। গত রাতে সরেজমিনে গিয়ে তাদের কর্মব্যস্ততা দেখা গেছে। ঈদের আরও ৩/৪দিন বাকি তাই সামনে কাজের চাপ আরও বাড়ার আশা প্রকাশ করেন তারা।