গল্প।এমপির মেয়ে যখন বউ …পর্ব ৪

তুমি কি ওর বউতুলি, হুম ভাইয়া

লেখকঃ ইউসুফ ইসলাম সজিব
আমি চলে আসতে যাবো রাজ এর গালে মারা
দেখে দারিয়ে গেলাম ওঁরা সবাই মিলে তুলি কে
গাড়িতে উঠানো চেষ্টা করতেসে আমি ওদের
সামনে এগোতে চাইলাম কিন্তু একা গেলে ওদের
সাথে পারা যাবে না তাই কিছু একটা করতে হবে
যেয় ভাবা সেই কাজ রিহান কে ফোন দিলাম কারণ
রিহানের বড় ভাই পুলিশ অপিসার তাই রিহানকে
বললাম রনি ভাই কে নিয়ে চালু আমাদের কলেজের
পিছনের রাস্তায় পাঁচ মিনিটের মধ্যে আবি এই বলে
ফোন কেটে দিলাম আমি ওদের সামনে গেলাম
তুলি আমাকে দেখে যেন প্রান ফিরে পেল
তুলি, আবির প্লিজ আমায় বাছাও
আমি, তোমার তো আবার আমারে মারার কোনো
ধান্দা না তো
তুলি, বিশ্বাস কর ওঁরা আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করতেসে
আমি, রাজ তো তোমার বয়ফ্রেন্ড খারাপ কিছু করতেই পারে
তুলি, প্লিজ আবির কিছু একটা কর
রাজ, এই শালা এখানে থেকে যা না হয়েলে মাইর খাবি
আমি, আরে ভাই আমি আপনার শালা না আপনার
গাল ফ্রেন্ডের বয়ফ্রেন্ড হি হি বুজছেন ভাই
রাজ, দারা তোর ভাবস্তা করি আগে তার পরে ওর
এই বলে থাপড় মারতে আইছে আমি হাত টা দূরে
নাক বরাবর একটা গুসি মারছি ওই নাকে হাত দিয়ে
দারিয়ে আছে আরেক জন আমারে মারতে আইলে
পুলিশ এসে পরে
রাজ, পুলিশ এখানে কেনো
আমি হি হি শুধু তোদের ক্ষমতা আছে আমারও আছে
রনি ভাই, আবির তোমাকে কি বলে ধন্যবাদ দিব
জানি না রাজ এর নামে অনেক মামলা আছে
প্রমাণ নাই দেখে এরেস্ট করতে পারি না আজকে
প্রমাণ পাইছি তাও আবার এমপির মেয়ের সাথে
আমি, ধন্যবাদ লাগবো না ভাই শুধু আমার বউ আমার হলেই হবে
রনি ভাই,৷ তোমার বউ মানে
আমি, কেনো এমপির মেয়ে তুলি তো আমার বউ হি হি
রনি ভাই , কিহ সত্যি আমি জানি তুমি বিয়ে করেছো
রিহান, ভাইয়া তুমি জানবে কই থেকে আমি ওর বন্ধু আমিই জানি না
রনি ভাই , তুলি কে জিগ্যেস করলো তুমি কি ওর বউ
তুলি, হুম ভাইয়া
আমি, আর রিহান তো শেষ বিয়ে করলাম কখন বউ হলো
রনি ভাই, আচ্ছা তোমরা যাও আর স্যার কে
বলবে আমার সাথে দেখা করতে
আমি, তুলি কে জিগ্যেস করলাম আমাদের বিয়ে
হয়েছে কবে তুমি আমার বউ
তুলি, বউ কি আগে আমি বলছি না তুমি
চলবে
Exit mobile version