গাইবান্ধায় দেশীয় বন্দুক ৫ রাউন্ড গুলি ও ড্যাগারসহ সক্রিয় ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার

বায়েজিদ গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এক অভিযানে দেশীয় বন্দুক,৫ রাউন্ড গুলি, ২ টি ড্যাগারসহ চিহৃিন্ত ও সক্রিয় ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার হয়েছে৷ এ অভিযানের সার্বিক বিষয় তুলে ধরে জেলা পুলিশের আয়োজনে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে সফল এ অভিযানের সার্বিক বিষয় তুলে ধরেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।  এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল মোঃ আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা,জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ মোঃ মোখলেচুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক বদরুজ্জামানসহ জেলা গোয়েন্দা শাখার পুলিশসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ।
প্রেস কনফারেন্সে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন  জানান,যে কোন অপরাধ দমনে ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে গত ১৬ সেপ্টেম্বর শনিবার সাড়ে ৪ ঘটিকায় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খোলাবাড়ী গ্রামস্থ বাংলা বাজারে রানী মোর মত আলী (৫৫) চায়ের দোকানের সামনে হতে আসামী ১। মোঃ আলমগীর শেখ (৩০) কে ১ একটি দেশী তৈরী বন্দুক, ৫ রাউন্ড রাইফেলের তাজা গুলিসহ ২। মোঃ মাসুম শেখ (৩৬) এর ১টি ড্যাগার ও ৩। হাসান আলী শেখ (৩৮) কে ১টি ড্যাগারসহ, ৪।  মোঃ তারা মিয়া (৩৮), ৫। মোঃ আব্দুল মালেক (৩৫), ৬। রহমত আলী(৫৫) কে গ্রেফতার করে তাদের সকলের থানা ফুলছড়ি ও জেলা- গাইবান্ধা। অপর ০৩/০৪ জন পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীরা একই সাথে পরস্পর যোগসাজসে জব্দকৃত অগ্রগুলি ও ভ্যাগারসহ নৌযানে ডাকাতির জন্য উক্ত স্থানে অবস্থান করিয়া পরামর্শ করিতেছিল মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্য মতে ঘটনার সহিত জড়িত পলাতক আসামী গ্রেফতারের নিমিত্তে গাইবান্ধা জেলার ফুলছড়ি ও সাঘাটা থানা এলাকায় অভিযান অব্যাহত আছে। অন্য কেহ জড়িত আছে কিনা সেই ব্যাপারে আসামীদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। আসামীদের বিরুদ্ধে গাইবান্ধা ফুলছড়ি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির পৃথক ০২(দুই) টি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এদের মধ্যে আসামী ১। আলমগীর শেখ(৩০) এর বিরুদ্ধে ০১ টি মামলা, ২। মাসুম শেখ (৩৬) এর বিরুদ্ধে ডাকাতি, ডাকাতি প্রস্তুতি,খুন, অস্ত্র আইনসহ মোট ০৮ টি মামলা, ৩। তারা মিয়া(৩৮) এর বিরুদ্ধে ০২ টি মামলা, ৪। আব্দুল মালেক (৩৫) এর বিরুদ্ধে ০১ টি মামলা, ৫। হাসান আলী শেখ(৩৮) এর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির ০১ টি মামলা ৬। রহমত আলী(৫৫) এর বিরুদ্ধে ০১ টি মামলা ও পলাতক আসামী ৭। মোঃ ইদ্রিস আলীর (৫৫) এর বিরুদ্ধে ডাকাতি, চুরি, মারামারিসহ বিভিন্ন আইনে মোট ০৫ টি মামলা বিচারাধীন আছে।
Exit mobile version