শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৯:১৫ অপরাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় অসহায়, দরিদ্র ও বন্যার্ত মানুষের মাঝে কোরবানীর মাংস বিতরণ করা হয়েছে। ঈদুল আযহার দ্বিতীয় দিন গত ১৩ আগস্ট মঙ্গলবার সকালে সাঘাটা উপজেলার ভরতখালী এলাকার নতুন কুঁড়ি বিদ্যাপীঠ স্কুল মাঠে তিন হাজার পরিবারের মাঝে দুই কেজি করে কোরবানীর মাংস বিতরণ করা হয়। ইসলামী রিলিফ বাংলাদেশ এর অর্থায়নে বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশন এ মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করে। সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বন্যার্ত মানুষরা সুশৃংখলভাবে এসে কোরবানীর মাংস সংগ্রহ করে। কোরবানীর মাংস বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ইসলামী রিলিফ বাংলাদেশ-এর হেড অব প্রোগ্রাম গোলাম মোসাদিন বিল্লাহ, এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা। বন্যার্ত মানুষরা দুই কেজি করে মাংস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। ভবিষ্যতে দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে আরও বেশি পরিমাণ মাংসের বরাদ্দ দেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। এবার গাইবান্ধা জেলায় ইসলামী রিলিফ বাংলাদেশ এর অর্থায়নে অসহায়, হতদরিদ্র ও বানভাসী মানুষের জন্য ৬৯টি গরু কোরবানী করা হয়।