গাইবান্ধা জেলা প্রতিনিধি: করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে সরকার গত বৃহ¯পতিবার থেকে ১১ দফা বিধিনিষেধ জারি করলেও গাইবান্ধায় তা উপেক্ষিত হচ্ছে। হাট বাজার, বাস ও রাস্তা ঘাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মাস্ক পরিধান বা অন্যান্য বিধি-নিষেধ মানতে হবে এ সব যেন ভূলেই গেছে মানুষ। ফলে করোনা ভাইরাসে ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। জারিকৃত বিধিনিষেধে মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও গাইবান্ধার অধিকাংশ মানুষই তা মানছেন না। মুখে মাস্ক ছাড়াই চলছে মানুষের চলাচল, আড্ডা, কেনাকাটা এমনকি স্কুল-কলেজেও শিক্ষার্থীদের লেখাপড়া চলছে মুখে মাস্ক ছাড়াই। গাইবান্ধার গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্র-ছাত্রী এবং শিক্ষকের মুখে মাস্ক নেই। হাট-বাজারে মাস্ক ব্যবহারের কোনো বালাই নেই। গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর হাটে হোসেন আলী নামের এক সবজি বিক্রেতা বলেন, সবজি বিক্রির জন্য সারাদিন ক্রেতাদের সঙ্গে প্রচুর কথা বলতে হয়। মাস্ক পরলে অনেক সময় কথা বোঝা যায় না।
জ্বালানি তেলের বর্ধিত মূল্য না কমালে ঘেরাও অবরোধ হরতালে কর্মসূচী দেওয়া হবে : কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
প্রেস বিজ্ঞপ্তি আজ ৪ আগষ্ট ২০২২ রোজ বৃহস্পতিবার সংবাদপত্রে প্রেরিত এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি...