বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ১২:০৯ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে হঠাৎ করেই বেড়েছে ডায়েরিয়া রোগির সংখ্যা। নারী ও শিশুসহ প্রতিদিন নতুন নতুন রোগি ডায়েরিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নারী ও শিশুসহ ২৬ জন রোগি হাসপাতালে ভর্তি হয়েছে। সরেজমিনে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। হাসপাতালের বেড, মেঝে ও বারান্দায় ডায়েরিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতাল সুত্রে চানা যায়, গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ডায়েরিয়া রোগীর জন্য ২০টি বেড বরাদ্দ থাকলেও চিকিৎসা নিচ্ছেন অন্তত ৩৬ জন রোগী। জায়গা সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে মেঝেতে ও বাইরের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন তারা। প্রতিদিন গড়ে অন্তত ২২ জন রোগী ভর্তি হওয়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।রোগির স্বজনরা বলেন হঠাৎ করে বমির সঙ্গে পাতলা পায়খানা শুরু হওয়ায় বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলেন হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হওয়ায় ডায়েরিয়া রোগির সংখ্যা বাড়ছে। হাসপাতালে পর্যাপ্ত খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধের সরবরাহ রয়েছে। ডায়েরিয়া রোগ থেকে বাঁচতে ব্যক্তিগত স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি খাবারের সচেতনতা বাড়াতে হবে।