গাছ না থাকলে ফল কেউ চাইবে না!

গুলিস্তানে এই চাচা এভাবে ঘুরে ঘুরে পান বিক্রি করেন। আমি চাচাকে বললাম, “চাচা আপনি পানের পাশাপাশি সিগারেট রাখলে আপনার আরো কিছু টাকা আয় হতো!
চাচা বলল, “আমি আজ এক ছেলের কাছে সিগারেট বিক্রি করব, কাল আমার ছেলের কাছে অন্যকেউ সিগারেট বিক্রি করবে!‌ তার চেয়ে ভালো হয় যদি কেউ সিগারেট বিক্রি না করি। তাহলে অন্যদের মত আমার সন্তানও সিগারেটে আসক্ত হবে না। গাছ না থাকলে, ফল কেউ চাইবে না!”
চাচার এমন চিন্তাধারাকে সাধুবাদ জানাই! স্যালুট চাচাকে! আসুন সুন্দর কাজগুলো শেয়ার করে অন্যদের উৎসাহ প্রদান করি।
Exit mobile version