গাজীপুর সিটি করপোরেশনের ৪৮০টি ভোটকেন্দ্রের মধ্যে ৭০টি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে কোনো অঘটনের খবর পায়নি নির্বাচন কমিশনের (ইসি) গঠিত পর্যবেক্ষণ টিম। বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুরের ধীরাশ্রম এলাকায় জিকে আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক টিমের সভাপতি নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ কথা জানান।
ভোটের একদিন আগে ১৫ সদস্যের এক পর্যবেক্ষক কমিটি গঠন করে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। যার নেতৃত্বে রয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব।
অশোক কুমার দেবনাথ বলেন, ‘আমি পার্সোনালি ১২ নম্বার কেন্দ্র পর্যবেক্ষণ করলাম। আমার টিমে ১৫ জন সদস্য। তারা তিনভাগ হয়ে এখন পর্যন্ত হয়ে ৭০টার বেশি কেন্দ্র পরিদর্শন করেছে।’
এখন হোয়াটসঅ্যাপের যুগ জানিয়ে তিনি বলেন, ‘সার্বক্ষণিক তারা হোয়াটসঅ্যাপে আপডেট দিচ্ছে। এখনো পর্যন্ত কোনো অঘটনের খবর পাওয়া যায়নি। সুন্দরভাবে ভোট হচ্ছে। আইন- শৃঙখলা পরিস্থিতি ভালো আছে। কোনো খারাপ খবর আমাদের কাছে নাই।’
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) সকালে ধীরগতি ছিল জানিয়ে পর্যবেক্ষক টিমের প্রধান অশোক কুমার দেবনাথ বলেন, ভোটার কম আসছিল। পরে যখন ১০টার পর ভোটার আসা শুরু করেছে। ভোটার এডুকেশনটা কম ছিল। প্রতিটি ভোটকেন্দ্রে ডামি মক ভোটিং দেখানো হচ্ছে।
সকাল ৮টা থেকে গাজীপুর সিটিতে ভোট শুরু হয়। দুপুর পর্যন্ত নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান এবং অন্য প্রার্থীরাও ভোট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, ভোট ভালো হচ্ছে।