গান —–তুমি পদ্মাবতী

গান
তুমি পদ্মাবতী
কবি,কে,এম,তোফাজ্জেল হোসেন জুয়েল খান
এসেছি আগেও আমি
যখন তুমি পদ্মাবতী
এসেছি আগেও আমি
যখন তুমি পদ্মাবতী
কবেকার পুঁথির শোলক
তোমার মতই অশ্রুমতি
ও কবেকার পুঁথির শোলক
তোমার মতই অশ্রুমতি
ক্ষয়ে ক্ষয়ে যায় কত
লুকোনো কতো শত
ঐ নাম না জানা আলিঙ্গন
কি অদ্ভুত কোন এক
সময়ে আক্ষেপের অশ্রুমালা
কাটিয়ে দিতে হয় প্রতিটি
ক্ষণ প্রতিটি মুনুর্ষের মতো
ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়
ভালোবাসার অনুভূতিগুলো
নিদারুণ করুণ ব্যর্থতাও
তবুওতো অগোছালো
অপেক্ষাদের জমাই কত
শত ইচ্ছে আকাঙ্খা গুলো
ইচ্ছে আকাঙ্খা গুলো
মৃত দিনের মতোই বয়ে
চলে যায় বিষাদী বিভৎস
জীবন ম্লান হওয়া স্মৃতির
ঝড় পড়া পাতা গুলো
অপেক্ষা করেছি তুমি আসবে
অবসান হবে মোর কল্পনা
তোমায় দেখবো যখন আমায়
ছোঁবে তুমি তারপর পৃথিবী ঘুরে
গেল উনপঞ্চাশ বার তুমি নেই
চির শূন্যতায়ও হাহাকার
এসেছি আগেও আমি
যখন তুমি পদ্মাবতী
এসেছি আগেও আমি
যখন তুমি পদ্মাবতী
কবেকার পুঁথির শোলক
তোমার মতই অশ্রুমতি
ও কবেকার পুঁথির শোলক
তোমার মতই অশ্রুমতি
Exit mobile version