গৌরীপুরে উৎসব মুখর পরিবেশে প্রতীক বরাদ্দ

 

সুপক রঞ্জন উকিল
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা। মঙ্গলবার ৭ ডিসেম্বর সকাল থেকেই গৌরীপুরের ১০টি ইউনিয়ন থেকে লোকজন মাইক, ভুবুজেলা বাঁশি সহ অটোরিকশা, পিক-আপ, ভ্যান, মোটরসাইকেল শোভাযাত্রা  নিয়ে উপজেলা পরিষদের সামনে এসে জড়ো হতে থাকে। এতে গৌরীপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক গুলোতে সৃষ্টি হয় চরম যানজট, একদিকে বিশালসংখ্যক মানুষের উপস্থিতি তার উপর ভুবুজেলা বাঁশির তীব্র আওয়াজে পৌরবাসী অতিষ্ঠ হয়ে পড়ে। এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ সকল ধরনের বাঁশি বাজানো নিষিদ্ধ ঘোষণা করেন এবং বেশ কিছু বাঁশি বাজেয়াপ্ত করে পরিস্থিতির কিছুটা সামাল দেন। তাছাড়া উপজেলা পরিষদের সামনে দুই দিকের রাস্তার অসংখ্য মানুষকে বিভিন্ন প্রতীকের ছবি সম্বলিত ব্যাজ, ফিতা ইত্যাদি বিক্রি করতে দেখা যায়।
Exit mobile version