গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় তরুণ সমাজসেবক সার্জেন্ট মাহামুদুল হাসান সিদ্দিকী মাসুদের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে গৌরীপুর রেলওয়ে জংশন চত্বরে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কার্যালয় প্রাঙ্গনে এ কম্বল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় তিনি বলেন- মানুষ মানুষের জন্য। বিত্তশালী মানুষেরা যদি এভাবে সমাজের অসহায় মানুষের পাশে দাড়ান তাহলে আমাদের দেশটা আরও সুন্দর হবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ রইছ উদ্দিন, ফারুক আহাম্মদ, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ রাসেল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রিপন মিয়া, স্থানীয় মোঃ মোস্তফা হোসেন, মোঃ নুরুল্লাহ, আঃ ছোবহান প্রমুখ।