গৌরীপুরে  সংবর্ধনা পেলেন ৩ শতাধিক বীর মুক্তিযোদ্ধা

গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও মহান বিজয় উপলক্ষে  তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হয়েছে। গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে পাবলিক হলে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
উপজেলা নিবার্হী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান,  গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে এছাড়াও মুক্তিযোদ্ধা সন্তান ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
Exit mobile version