মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৮:২১ অপরাহ্ন

নিউজ ডেস্ক প্রতিদিন:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সরকারি মোবাইল নম্বর (০১৭৬২ ৬৯১৬৩৩ ) ক্লোন করে কে বা কারা ল্যাপটপ দেবার নাম করে চাঁদা দাবী করছে। ঘাটাইলের ইউএনও মোহাম্মদ কামরুল ইসলাম আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) উক্ত বিষয়ে সবাইকে সতর্ক এবং কোনরূপ আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম ঘাটাইলডটকমকে জানান, বৃহস্পতিবার (৩ অক্টোবর) একটি চক্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছে শিক্ষা উপকরণ ও ল্যাপটপ দেয়ার কথা বলে চাঁদা দাবি করেছে। বিষয়টি মিথ্যা ও বানোয়াট। উক্ত বিষয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করা যাচ্ছে এবং কোনরূপ আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।