চকরিয়া হতে জলদস্যু জিকু বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু জিয়াবুল হক @জিকুকে আগ্নেয়াস্ত্রসহ আটক

আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে

প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজার জেলার চকরিয়া হতে জলদস্যু জিকু বাহিনীর প্রধান কুখ্যাত
জলদস্যু জিয়াবুল হক @জিকুকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে

র‍্যাব-৭, চট্টগ্রাম।

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের
গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে।
র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী,
খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ
অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ
জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
২। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ মে ২০২২ খ্রি. তারিখ
১৯৫০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার চকরিয়া
থানাধীন ছৈনাম্মার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে ০১ টি ওয়ান শুটার গান এবং ০২
রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত
ব্যক্তিদের নাম ১। জিয়াবুল হক জিকু (৫০), পিতা-মৃত আনছার উল করিম, সাং-ছৈনাম্মার
ঘোনা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার বলে জানা যায়।
৩। গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ধৃত আসামি
জিয়াবুল হক @জিকু ছিলেন বঙ্গোপসাগরের দুঃসাহসী জলদস্যু। এছাড়াও সে স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন জলদস্যু। সে একটি জলদস্যু গ্যাং পরিচালনা করে যার গ্যাং
লিডার জিকু নিজেই। সম্প্রতি জিকু বিভিন্ন জলদস্যু গ্রুপের সাথে যোগাযোগ
শুরু করে এবং তার জলদস্যু দলকে সংগঠিত করে আগের ব্যবসা শুরু করেছে। জলদস্যু দলের জন্য
বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের দায়িত্বও ছিল তার।
৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা
হয়েছে।

Exit mobile version