চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামি মিনহাজকে চকরিয়া থেকে গ্রেফতার

চকরিয়া থানার সাহারবিল ইউনিয়নের মো: আকতার কামাল মিরাজের বাড়ীতে

প্রেস বিজ্ঞপ্তিhttps://youtu.be/mYp9JiYTyfU

কক্সবাজার জেলার চকরিয়া থানার সাহারবিল ইউনিয়নের মো: আকতার কামাল
মিরাজের বাড়ীতে চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামি (ওয়ারেন্টভুক্ত)
মোঃ মিনহাজকে চকরিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।
১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ
আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী
সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের
গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি
অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
২। গত ০২ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ রাত আনুমানিক ০০৩০ ঘটিকায় ধৃত আসামী মোঃ
মিনহাজ তার অপর সহযোগীদের নিয়ে কক্সবাজার জেলার চকরিয়া থানার সাহারবিল ইউনিয়নে বসবাসকারী
মোঃ আকতার কামাল মিরাজের বাড়ীর দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে এবং তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী সদস্য পরিচয় দিয়ে দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ আনুমানিক
১৮,৮৩,৬০০/- টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতি করার সময় তারা আগ্নেয়াস্ত্র, চাকু এবং
ধারালো ছুরি দিয়ে বাড়িতে থাকা লোকজনকে ভয়ভীতি দেখায়। ডাকাতি কার্যক্রমে বাধা দিলে
ডাকাতদল মোঃ আকতার কামাল মিরাজসহ তার সাথে থাকা অন্যদের নির্দয়ভাবে মারধর করে। এঘটনায় গত
০২ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখ কক্সবাজার জেলার চকরিয়া থানায় ১৭ জনকে আসামী করে একটি
ডাকাতি মামলা হয় যার নং-০২ তারিখ ০৩ ফেব্রুয়ারি ২০২০ইং, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০।
৩। উক্ত চাঞ্চল্যকর ডাকাতি কার্যক্রমের সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৭, চট্টগ্রাম ব্যাপক
গোয়েন্দা নজরদারী অব্যহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, উপরে
উল্লেখিত ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মিনহাজ কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন
শিকদার পাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৯ মে ২০২২ইং তারিখ আনুমানিক ১৪২০
ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে
আসামী মোঃ মিনহাজ (২৮), পিতা- মোহাম্মদ আলী চৌকিদার, সাং- জেলার পাড়া, থানা- চকরিয়া,
জেলা- কক্সবাজারকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী
উল্লেখিত ডাকতির সাথে সরাসরি জড়িত থাকার কথা অকপটে স্বীকার করে।
৪। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ধৃত আসামী মোঃ
মিনহাজ তার এলাকার অত্যন্ত কুখ্যাত অপরাধী হিসেবে পরিচিত ছিল। উল্লেখ্য যে, সে উক্ত ডাকাতির
ঘটনার পর থেকে নিজ এলাকা থেকে নিখোঁজ হয়ে দেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করে এবং আইন-
শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে প্রায়ই তার বাসস্থান পরিবর্তন করে অবস্থান করত।
৫। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট
থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version