চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার

মৃত জসেব বিশ্বাসের স্ত্রী।

লালপুর (নাটোর) প্রতিনিধি ঃ
নাটোরের লালপুরে চোলাই মদসহ শান্তিনা বিশ্বাস (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (১৬ জানুয়ারি ২০২২) সন্ধ্যায় উপজেলার রাকসার রামকান্তপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি রামকান্তপুর উত্তরপাড়া গ্রামের মৃত জসেব বিশ্বাসের স্ত্রী।
লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক মো. রুহুল আমিনের নেতৃত্বে রাকসার রামকান্তপুর উত্তরপাড়া গ্রামের শান্তিনা বিশ্বাসের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় প্লাষ্টিক জারকিনে রক্ষিত ৬ লিটার চোলাই মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। রাসায়নিক পরীক্ষার জন্য ১০০ এমএল চোলাইমদ নমুনা হিসাবে পরীক্ষাগারে পাঠানো হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মতিয়ার রহমান বাদি হয়ে অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় মামলা করেছেন। গ্রেপ্তারকৃত ওই নারীকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version