রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৬:০৬ অপরাহ্ন
কয়েক মাস ধরে সময়টা মোটেও ভালো যাচ্ছে না কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। ভারত সফরে একেবারেই নখদর্পহীন ছিলেন ফিজ। চলমান বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে তার শুরুটা হয়েছে একেবারেই হতাশার।
প্রথম ৪ ম্যাচ শেষে তার নামের পাশে ছিলো মাত্র ৪টি উইকেট। তবে পরের তিন ম্যাচে ৮ উইকেট তুলে নিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছেন কাটার মাস্টার।
আসরে প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে বিপক্ষে মুস্তাফিজ ২ উইকেট নিলেও ছিলেন বেশ উদার। স্বভাববিরুদ্ধভাবে রান দিয়েছিলেন ৩৭। এরপরের তিন ম্যাচে তার ঝুলিতে আসে মাত্র দুটি উইকেট।
চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ২৩ রানে ২ উইকেট তুলে নেন দ্য ফিজ। এরপর ঢাকার দ্বিতীয় পর্বে নিজের পুরনো ঝলক দেখাতে শুরু করেছেন নতুন করে।
খুলনা টাইগার্সের বিপক্ষে ২৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মুস্তাফিজ। যদিও দলের জয়ের জন্য সেটা যথেষ্ট হয়ে ওঠেনি।
আজ পয়েন্ট টেবিলের তলানির আরেক দল সিলেট থান্ডারের বিপক্ষে মাঠে নেমেছে রংপুর। এদিন মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রানের বেশি তুলতে পারেনি সিলেট। বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজ। ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় তুলে নিয়েছেন তিনটি উইকেট।
আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে শীর্ষ উইকেটশিকারীর তালিকায় দুইয়ে উঠে গেছেন মুস্তাফিজ। কাটার মাস্টারের শেষ ৩ ম্যাচে ৮ উইকেট শিকার নিশ্চয়ই আশান্বিত করে তুলছে ফিজ ভক্তদের। নতুন বছরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টাইগারদের জন্য যেটা খুবই দরকারী।