জীবন আচার্য্য(যশোর প্রতিনিধি) :-
যশোরের মণিরামপুরে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধি, ব্যবসায়ীকসহ বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে মতবিনিময় করেছেন যশোর জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম বলেন ছাত্রজনতার আত্মত্যাগের বিনিময় অর্জিত বিজয় আমরা অক্ষুন্ন রাখবো। এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ, উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুছা, উপজেলা জামায়াতের আমির মাওলানা লিয়াকত আলী, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুর রশিদ বিন ওয়াক্কাস, মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ।সভায় জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের সুফল আমরা শুধু ভোগ করবো না। তাদের আত্মত্যাগের বিনিময় অর্জিত বিজয় অক্ষুন্ন রাখতে দেশের কল্যাণে আমরা সর্বদা নিয়োজিত থাকবো।