শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০১:২৭ পূর্বাহ্ন
নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। ভিডিও নির্দেশনা দিয়েছেন মঞ্জু আহমেদ। ভিডিওতে মডেল হয়েছেন ঈশিতা ও যাভীর। গানটি প্রকাশ করেছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।
গানটি নিয়ে ঈশিতা বলেন, যাভীর চার বছর বয়স থেকেই গান শিখছে। ওর খুব শখ ছিল আমার সঙ্গে একটি গান করার। তাই দু’জন মিলে গানটি করা। এই গানটি আমাদের দু’জনেরই খুব প্রিয়। মজা-আনন্দে কাজটি করেছি। আশা করছি গানটি মানুষের ভালো লাগবে।
গত বছর প্রকাশিত হয় ঈশিতার ‘আমার অভিমান’ শিরোনামের একটি গান। লূৎফর হাসানের কথা ও সুরে এই গানটির সংগীত পরিচালনা করেন মার্সেল। মিউজিক ভিডিও নির্মাণ করেন মঞ্জু আহমেদ। এ গানটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়।
ডেইলি বাংলাদেশ