ছড়া………অতিথি পাখি – বিচিত্র কুমার

 

হাজার মাইল পথ পেরিয়ে
এসেছে অতিথি পাখি,
নদী-নালা খাল-বিলে
জুড়াই দু’আঁখি।

ঝাঁকে ঝাঁকে পাখির সারি
নীল আকাশ উড়ে,
ইচ্ছে হলেই ছুটে তারা
আবার অনেক দূরে।

অতিথি পাখির কোলাহলে
সাজে নব প্রকৃতি,
জলাশয়ে বৃদ্ধি পায়
নতুন নতুন অতিথি।

মনের সুখে গায় পাখি
কিচিরমিচির গান,
দুষ্টুলোকে ফন্দি করে
নেয় তাদের প্রাণ।

নামঃ বিচিত্র কুমার
গ্রামঃ খিহালী পশ্চিম পাড়া
পোস্টঃ আলতাফনগর
থানাঃ দুপচাঁচিয়া
জেলাঃ বগুড়া
দেশঃ বাংলাদেশ

Exit mobile version