দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে পূর্ব বিরোধীয় জমিতে পাকা বাড়ী নির্মাণ কাজে বাঁধা দেয়ায় আনিতা রানী (৩০), অনিমা রানী (২৩)সহ সংখ্যালঘু পরিবারের অন্ততঃ ৫জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
গতকাল সোমবার উপজেলার দুমকিসাতানী গ্রামে এ হামলা সহিংসতার ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানাযায়, একবছর পূর্বে দুমকি সাতানী গ্রামের বীরবল চন্দ্র শীলদের ওয়ারিশি বিরোধীয় সম্পত্তি রাতের আধাঁরে অস্থায়ী ঘর তুলে দখলে নেয় প্রতিপক্ষ লতিফ কন্ট্রাক্টর গং। ঘটনার সময় দখলকৃত জমিতে টিনের ঘরের স্থলে পাকা বাড়ির নির্মাণ কাজ শুরু করলে সংখ্যালঘু বীরবল শীলের পরিবার বাধাঁ দেয়। এতে দু’পক্ষে বাকবিতন্ডা সংঘর্ষে রূপনেয়। ক্রয়সূত্রে দাবিদার লতিফ কন্ট্রাক্টরের পক্ষে জামাতা মোস্তফা মাষ্টারের নেতৃত্বে ১০/১২জনের একটি সশস্ত্র লাঠিয়াল বাহিনী বাধাঁপ্রদানকারী সংখ্যালঘু পরিবারের আনিতা রানী (৩০), সজল চন্দ্র শীল, অনিমা রানীসহ অন্তত: ৫জনকে এলোপাথারি পিটিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর আহত অনিমা রানীকে উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এব্যাপারে দু’পক্ষই দুমকি থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
এদিকে বেলা ১২টায় এ সহিংস হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের শাস্তির দাবিতে দুমকি বাউফল সড়কে ‘শুয়ে’ রাস্তা অবরোধ করে ক্ষতিগ্রস্থ সংখ্যালঘু পরিবারের সদস্যরা। প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধে দুমকি-বাউফল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের আশ্বাসে অবরোধকারীদের সরিয়ে সড়কে যানচলাচল স্বাভাবিক করেন।
অপর দিকে পুলিশের উপস্থিতিতে সংখ্যালঘু নির্যাতন, জমি দখল ও পিটিয়ে জখমের প্রতিবাদে সোমবার বিকেল ৫টায় দুমকি-বাউফল সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করে ঘটনার নিন্দা প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে উপজেলার সনাতন ধর্মাবলম্বী সম্প্রাদয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোঃ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, দু’পক্ষের অভিযোগ পাওয়া গেছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post Views: ১৩০
Like this:
Like Loading...
Related