জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র সভাপতি ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষনেতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ৯ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ টায় জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য খন্দকার আবিদুর রহমান, আলহাজ্ব রাকিব উদ্দিন চৌধুরী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী ডা. আওলাদ হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন মোবারক ও আবুল হোসেন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক এম এ শাহিন, যুব জাগপা’র সভাপতি আমির হোসেন আমু, মাস্টার সুমন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, পার্টির সাধারণ সম্পাদক এস এম শাহাদাত দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকায় পার্টি চরমভাবে ক্ষতিগ্রস্ত। তাই পার্টিকে আরো সুসংগঠিত করার জন্য পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়। পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।