আনোয়ারুল ইসলাম জামিল, ফরিদপুর প্রতিনিধি ঃ
“ভরবো মাছে মোদের দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের মধুখালীতে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচীর শুভ উদে¦াধন অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই ২০২৪খ্রি. বুধবার সকাল ১০টায় উপজেলা চত্বরে উপজেলার মৎস্য চাষীদের নিয়ে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী পরবর্তী উপজেলা পরিষদ কম্পাউন্ড পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করনের মাধ্যমে সপ্তাহ ব্যাপি কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ।
পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচীর উপর বক্তব্য উপস্থাপন করেন উপজেলা চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা মোরশেদা আক্তার মিনা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহাবুব এলাহী,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস,আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান বাবু ও জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল ইসলাম বাচ্চুসহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষীগণ ও গণ্যমান্য ব্যক্তি বৃন্দ। ৩০ জুলাই থেকে ৫ আগস্ট চলবে পুরো সপ্তাহ ব্যাপি মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন।